বঙ্গবন্ধু তিনি সবার নেতা, বাংলার উজ্জ্বল এক নক্ষত্র। তিনি পরাজয় মানে’নি, সত্যের পথে জয়জয়কার সর্বত্র। তিনি আমার নেতা এক নবকণ্ঠস্বর ; এগিয়ে যাওয়ার বহুদূর! তিনি স্বাধীন দেশের প্রণেতা, আলাদা এক বীরপুরুষ! তিনি বলিষ্ঠ নেতৃত্বে ছিলো বলীয়ান, বিজয়ী হওয়ার গান গায় সর্বদা।
হার না মানা এক প্রতিচ্ছবি! চেতনা জুড়ে দখল সবি তাঁর; স্বাধীন এই বাংলার মাটি। তিনি ফিরে পাওয়া এক প্রাণ, বাংলার মাটিতে অধম্য এক বীরযোদ্ধা। তিনি প্রতিটা দিনের শুরু, প্রতিটা হৃদয়ের গুরু, সাহসী এক নাম বঙ্গবন্ধু।