মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৯:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্ট-
সিলেটের গোয়াইনঘাট উপজেলার কলম সৈনিকদের প্রতিষ্ঠান গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৫ ই জুন সোমবার অনুষ্ঠিত হবে।
করোনা মহামারী আকার ধারণ করার কারনে স্থগিত থাকা গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে আজ রবিবার প্রেসক্লাবে নির্বাচন পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ১৫ই জুন গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাচন কমিশনার মোঃ ইমরান হোসেন সুমন ও সুবাস দাস। সভাশেষে গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাচন কমিশনার মোঃ ইমরান হোসেন সুমন সাংবাদিকদের বলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মতে আগামী ১৫ ই জুন গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে অংশ গ্রহনকারীসহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি এমএ মতিন, সাবেক সভাপতি মনজুর আহমদ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন।
এ ছাড়াও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।