শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৪৪ পূর্বাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে রাস্তায় পড়ে আছে এক মসজিদের ইমামের লাশ। ইমামের নাম মাওলানা মিজান আহমদ। তিনি বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের বিলপার গোবিন্দনগর জামে মসজিদে দীর্ঘদিন ধরে ইমামতি করছিলেন এবং ইমামতির পাশাপাশি তেলিকোনা আলিম মাদরাসার শিক্ষক ছিলেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (২৮ মে) বেলা ২টার দিকে খাজাঞ্চি ইউনিয়নের কান্দিগ্রাম-রেলওয়ে ব্রীজ সড়কের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার গিয়াস বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ইমামের বাড়ি কুমিল্লা জেলায়। তাঁর পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।