শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫৬ অপরাহ্ন
এম,এ,মতিন, গোয়াইনঘাট-
বিশ্বের নানা দেশে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিসহ দেশবাসীকে সমাগত পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী ইমরান আহমদ বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর বিশ্বের প্রতিটি ঘরে পবিত্র ঈদুল ফিতর নিয়ে এসেছে ঈদ আনন্দ ও শান্তির পয়গাম। তিনি ঈদের আনন্দের মতো বাঙালি জাতির যেন প্রতিটি মুহূর্ত সর্বদা হয় সেই প্রত্যাশা করেন। পাশাপাশি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা করোনা ভাইরাসের প্রাদূর্ভাব থেকে দেশ ও জাতিকে রক্ষায় মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন। অপর দিকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ ও শুভেচ্ছা বিনিময়ে সরকারি বিধি নিষেধ পালনে দেশবাসীকে সামজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান।