নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট
সিলেট -৪ (চার) আসন অর্থাৎ গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিক বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী গণমাধ্যমে পাঠানো ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় বলেন, সমাগত পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি ও সম্বৃদ্ধি। তিনি পবিত্র ;ঈদুল ফিতরের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার নিকট সবার জীবনে খুশি ও পূর্ণতা কামনা করেন। ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ-শান্তি ও একরাশ অনাবিল আনন্দ। পৃথিবীতে নেমে আসুক শান্তির দূত ঘরে ঘরে জেগে উঠুক সুখ শান্তির বার্তা৷ মুছে যাক মরণঘাতী করোনা ভাইরাস নামক মহামারী। আবার নিরাপদ বাসযোগ্য হয়ে উঠুক এই সুন্দর পৃথিবী। পবিত্র ঈদ ধনী-গরিব ভুলে এক কাতারে শামিল করে দেয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ ও সকল পাপাচার মুছে দিয়ে নতুনভাবে জীবন শুরু করার তাগিদ এনে দেয়। বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময়। সেই সাথে সফলতার শুভ প্রত্যয়ে সবাইকে জানাই তিনি অগ্রীম ঈদের শুভেচ্ছা জানান।