শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৭:১০ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে সরকারি বিধি-নিষেধ অম্যান্য করে ব্যবসা পরিচালনা করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৯ মে) বিকেলে গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) এ.কে. এম নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে গোয়াইনঘাট বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সরকারি নির্দেশনা না মেনে ব্যবসা পরিচালনা করায় চারটি কাপড়ের দোকান মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় গোয়াইনঘাটের নিরাপদ খাদ্য পনিদর্শক মো. রমজান আলী ও থানার পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন।
এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) এ.কে. এম নূর হোসেন নির্ঝর বলেন, সরকারী নির্দেশনা অনুসারে বিকাল ৪ টার পর দোকান বন্ধ থাকার কথা থাকলেও আজ বিকাল ৫.৩০ এ গোয়াইনঘাট বাজারে গিয়ে বেশ কিছু দোকান খোলা পাওয়া যায়। সরকারি নির্দেশনা অমান্য করায় কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে। এছাড়াও এসব দোকানের বিরুদ্ধে দিনের বেলায় স্বাস্থ্যবিধি না মেনে ব্যাবসা করার অভিযোগ পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে ব্যাবসা করার নির্দেশনা দেওয়া হয়।