শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৪:১০ পূর্বাহ্ন
নাজমুল ইসলাম-
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও কোকা-কোলা’র পক্ষ থেকে কভিড-১৯ প্রতিরোধে সম্মুখভাগে কাজ করা প্রশাসনিক কর্মকর্তা ও ডাক্তার-নার্স, সাস্থ্যকর্মীদের ২০০কেস পানি বিতরণ করা হয়
১৭মে সিলেটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও কোকা-কোলা’র পক্ষ থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ১০০কেস পানি, কোতোয়ালি মডেল থানা ৫০ কেস পানি, জেলা প্রশাসক কার্যালয়ে ১০ কেইছ, রেড ক্রিসেন্ট অফিসে ১০ কেইছ ও সেনাবাহিনীর ক্যাম্পে ২০কেইস পানি বিতরন করা হয়।
বিতরনের সময় উপস্থিত চিলেন কোভিড-১৯ অপারেশন টিমের সমন্বয়ক ও সাবেক যুব প্রধান মোঃ নাজিম খাঁন, কোকা-কোলা প্রতিনিধি এরিয়া ম্যানেজার উজ্জ্বল আহমেদ, সেলস ম্যানেজার আলতাফ মিয়া, কোভিড-১৯ অপারেশন টিমের উপ-সমন্বয়ক যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান শাহানুর চৌধুরী সাথী প্রমুখ।