শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ
চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচীর আওতায় ১৯ লক্ষ ৭৫ হাজার টাকা আর্থিক অনুদান পেয়েছেন সিলেট গোয়াইনঘাট উপজেলার ৩ টি চা বাগানের ৩শত ৯৫ জন চা শ্রমিক। রবিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গনে
;এদের প্রত্যেকের হাতে ৫ হাজার টাকা করে অনুদানের চেক তুলে অতিথি বৃন্দ।
সিলেটের গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা কর্তৃক আয়োজিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে গোয়াইনঘাটের সহকারী কমিশনার( ভুমি) একে,এম নুর হোসেন নির্ঝর বলেন, ‘আওয়ামী লীগ সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সরকার গরিবের সরকার। সুখে-দুঃখে সকলের পাশে থাকাই এ সরকারের লক্ষ্য। বর্তমান সরকারের আমলেই দেশে গরিবের সংখ্যা কমেছে, দেশ উন্নত হয়েছে। দেশের মানুষ উন্নত জীবনযাপন করতে পারছে, নিরাপদে তাদের বাড়ি ঘরে থাকতে পারছে।
তিনি বলেন, ‘চা-বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে বাস্তবায়ন করছে। যার সুফল দেশের চা শ্রমিকরা ভোগ করছে। সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পের উপকার ভোগী চা শ্রমিকরা তাদের জীবনমান উন্নয়নের মাধ্যমে সমাজে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছে। বর্তমানে চা- শ্রমিকদের সন্তানরা বিশেষজ্ঞ ডাক্তারসহ সমাজে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। চা-শ্রমিকদের মধ্যে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ার আফিয়া বেগম,, গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবু কাওছার ।আলীরগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের প্রমুখ।