শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৩৬ পূর্বাহ্ন
রিয়াজুল ইসলাম-
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে এক অজপাড়া গাঁয়ের নাম ‘কান্দিগ্রাম’ । সে গ্রামেই বেড়ে ওঠা এক উদ্যমী মানুষ মাওঃ দেলওয়ার হোসেন। কখনো তিনি ছুটে চলেন অসহায় মানুষের ভালোবাসার টানে আবার কখনো মানবিকতার আহ্বানে। ছুটে চলেন সময়ে অসময়ে, গ্রাম থেকে গ্রামান্তরে কিংবা অবহেলিত এলাকার বিভিন্ন পথে পথে। কখনো খোজে পান মানুষের অসহায়ত্বের সন্ধান। কেউ হয়তো বিরল রোগে আক্রান্ত হয়েও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, কেউবা আবার সন্তানদের তিনবেলা খাবার খাওয়াতে পারছেনা। কেউ শীতের বাতাসে হাড় হিম হয়ে পড়ে থাকেন জড়সড় হয়ে কিংবা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আঘাতে জর্জরিত হয়ে উদ্বাস্তুর মতো ঘুরে বেড়াচ্ছেন পথে প্রান্তরে। আর এসব মানুষের পাশেই সৃষ্টিকর্তার পাঠানো দূতের মতো হাজির হোন মাওঃ দেলওয়ার। অসহায় মানুষগুলোর হাতে তুলে দেন সাধ্যমত সহযোগিতা।
সম্প্রতি করোনা ভাইরাস মহামারীতে গোটা দেশ যখন অস্তিত্ব সংকটে, ইতিমধ্যে গোয়াইনঘাট ও হানা দিয়েছে করোনা, ঠিক সে সময়ে গত কিছুদিন আগে উনার ইউনিয়ন ডৌবাড়ীতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী মাওঃ আবুবকরের জানাজা ও দাফনের কাজ শেষ করেন প্রশাসনের সাথে। এর পর প্রশাসনের পরামর্শেই ১৫ দিন থাকেন হোম কোয়ারেন্টাইনে। কোয়ারেন্টাইন শেষ করেই পুনরায় ফিরেন তার কর্ম অসহায় মানুষের পাশে। কোয়ারেন্টাইন শেষেই মৃত্যুবরণকারী সেই হুজুরের পরিবারের খোজ নিতে চলে যান উনার বাড়িতে। নিজের জিবনের তোয়াক্কা না করে নিরন্তন ছোটে চলা এই মাওঃ দেলওয়ারকে ইতিমধ্যে অনেকেই উপাধি দিতে শুরু করেছেন মানবতার ফেরিওয়ালা দেলওয়ার বলে।
কথা হয় এই উদ্যোমী সমাজসেবক মাওঃ দেলওয়ার এর সাথে, তিনি বলেন যেখানে যেই অবস্থায় থাকি না কেন, মনটা সবসময় নিজ এলাকার অসহায় মানুষের মাঝেই থাকে। মানুষের কল্যাণে যেন আজিবন কাজ করে যেতে পারি, সেই দোয়া ও চেয়েছেন এই হুুজুর।