শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৩৪ অপরাহ্ন
এম,এ,মতিন, গোয়াইনঘাটঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের অর্থায়নে ৫ শতাধিক কৃষকদের মাঝে ৭ প্রকারের সবজির বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার ১০ ইউনিয়নের প্রত্যেকটির ৫০ টি পরিবারে ওই সবজির বীজ বিতরণ করা হয়েছে। সবজির বীজ গুলোর মধ্যে ছিল
চাল কুমড়া,শসা, ঝিঙ্গা,চিচিঙ্গা, পুইশাক, দোনধল ইত্যাদি। গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভবন প্রাঙ্গনে সোমবার সকাল সাড়ে ১১ টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ উক্ত বীজ বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিবের সভাপতিত্বে ও সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা সহকারী কমিশনার ভূমি একে এম নুর হোসেন নির্ঝর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী,কৃষিসম্প্রসারন কর্মকর্তা মহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মেঃ ইকবাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাব উদ্দিন প্রমূখ।