শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৩০ অপরাহ্ন
আগেই ঘোষণা এসেছিলো সিলেট নগরীর নয়াসড়কের ব্যবসায়ীরা দোকান খুলবেন না। এবার একই পথে হাঁটলেন অন্য ব্যবসায়ীরা। ঈদকে সামনে রেখে রোববার থেকে শপিং মল দোকানপাট সীমিত আকারে খোলার অনুমতি থাকলেও বর্তমান করোনা পরিস্থিতিতে দোকান না খোলারই সিদ্ধান্ত নিয়েছেন তারা। শুক্রবার বিকেলে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে নগর ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম তাহের শোয়েব, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ বিভিন্ন মার্কেটের প্রতিনিধিরা।