শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:৩৮ অপরাহ্ন
এম,এ,মতিন
দেশে করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষের রোজগার বন্ধ থাকায় ৩ ভাড়াটিয়া দোকানদারের দুই মাসের দোকানের ভাড়া মওকুফ করলেন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ইব্রাহিম। সালুটিকর বাজারে তার ৩ দোকানের গরিব ৩টি ভাড়াটিয়ার ২ মাসের দোকান ভাড়া বাবদ মোট ২০ হাজার টাকা মওকুফ করে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। সালুটিকর বাজারে
তার মালিকানাধীন ৩টি দোকানের ভাড়াটিয়াই হতদরিদ্র ও শ্রমজীবী মানুষ। তারা দিন আনে দিন খায়। দেশে করোনা ভাইরাসের কারণে সরকারের নিষেধাজ্ঞা থাকায় এ সব খেটে খাওয়া মানুষগুলো গত কয়েকদিন যাবত বাড়ির বাহিরে যেতে পারছে না জীবিকার তাগিদে।
তাই তাদের কোনো রোজগার নেই। রোজগার না থাকায় এ সব ভাড়াটিয়ারা কোনো রকমে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন স্ত্রী সন্তানদের নিয়ে। ভাড়াটিয়াদের এমন দুঃখ কষ্ট দেখে মোঃ ইব্রাহিম
তাদের দুই মাসের দোকান ভাড়া মওকুফ করে দেন। গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল বলেন, মোঃ ইব্রাহিম আলীর এ উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করেছে।আমি আহ্বান জানাই মোঃ ইব্রাহিম আলীর মতো সালুটিকর বাজারের দোকান কোঠার মালিকেরা ভাড়াটিয়ার প্রতি সহানুভূতি দেখিয়ে তারাও যেন এ দুঃসময়ে গরিব ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করে দেন।