শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৩২ পূর্বাহ্ন
বিয়ানীবাজারে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ এপ্রিল) বিয়ানীবাজার পৌরশহরের আজির মার্কেটের চারটি ও মোকাম মসজিদ রোডের দুইটি দোকানে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খুশনূর রুবাইয়াত মৌমিতা। এসময় একদল সেনাবাহিনী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় পৌরশহরের আজির মার্কেটের সাকি লেডিস সুজ, রাব্বি বস্ত্র বিতানসহ আরও দুটি দোকান এবং মোকাম মসজিদ রোডের আশরাফ ফ্যাশন ও ষোলআনা ক্রোকারিজ প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৫ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া পৌরশহরের আরও চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্কতামূলক হুশিয়ারি দেয়া হয়েছে।