শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৬:২৪ পূর্বাহ্ন
ক্রাইম ডেস্ক:
সিলেটের জাফলং পাওনা টাকাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার উপর হামলা চালায় প্রতিপক্ষ। হামলার ঘটনায় মুক্তিযোদ্ধা গুরুত্বর আহত হয়। এঘটনায় মুক্তিযোদ্ধা ইনছান আলী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় ৪জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাযায়,গোয়াইনঘাট উপজেলার জাফলং নয়াবস্তি গ্রামের মুক্তিযোদ্ধা ইনছান আলী(৭০) কাছ থেকে প্রায় পাচঁ মাস পুর্বে একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ইউসুফ মিয়া(২৯) জরুরি কাজের কথা বলে নগদ ১লক্ষ টাকা কিছুদিন পর ফেরত দেবার শর্থে হাওলাত নেন। কিছুদিন যাবার পর মুক্তিযোদ্ধা ইনছান আলী টাকা ফেরত দেবার কথা বললে ইউসূফ বিভিন্ন উযুহাত দেখিয়ে তার কাছ থেকে এড়িয়ে যায়। ব্যথ হয়ে ইনছান আলী এলাকার কিছু গুরুত্বপূর্ণ লোকদের বিষয়টি জানান। লোকজন ইনছান আলীকে পুনরায় আবার ইউসুফ মিয়ার কাছে টাকা পরিশোধের অনুরোধ করতে বলেন।
এলাকার এই লোকদের কথানুযায়ী গত ২৩শে এপ্রিল দুপুর ২টার সময় উপজেলার জাফলং বাজারে ইনছান আলী ইউসুফ মিয়াকে বাজার করতে পেয়ে টাকার কথা বলিলে ইউসুফ মিয়া রেগে গিয়ে টাকা দিবেনা বলে গালিগালাজ করে। ইনছান আলী গালিগালাজ এর প্রতিবাদ করিলে তার উপর লাটিশটা নিয়ে আক্রমন করে ইনছান আলীকে গুরুত্বর আহত করে ইউসুফ মিয়া সহ তার ভাই আজগর মিয়া, আকবর আলী, জব্বার আলী সহ আরো কয়েকজন।
তারপর গুরত্বর আহতবস্থায় মুক্তিযোদ্ধা ইনছান আলীকে তার ছেলে আলিম উদ্দিন ও তার ভাইয়েরা হামলাকারীর কবল হতে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করেন। বর্তমানে ইনছান আলী কিছুটা সুস্থ।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্ধা জানান গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্ধরা।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, এ ঘটনায় মুক্তিযোদ্ধা ইনসান আলী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।