শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:২৯ পূর্বাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি
কোভিড-১৯ সংক্রামক ব্যাধি রোধে বাড়িতে আটকে থাকা জৈন্তাপুর উপজেলায় হত দরিদ্র পরিবারের মধ্যে রমজান পূর্ববর্তী সরকারি বারাদ্ধের চাল বিতরণ। ২৩ এপ্রিল বৃহস্প্রতিবার উপজেলার ৬টি ইউনিয়নে সরকারের বরাদ্ধের ১৬টন চাল এর মধ্যে দরবস্ত ও নিজপাট ইউনিয়নের বরাদ্ধকৃত চাল দরিদ্র পরিবারের মধ্যে বিজিডি ১০ কেজি করে চাল পৃথক পৃথক ভাবে ৯টি ওয়ার্ডের নাগরিকদের হাতে তুলে দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ। এ সময় আরো উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ ইয়াহিয়া এবং ইউপি সদস্যবৃন্দ। এছাড়া নিজপাট ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্দ্যেগে মধ্যেবৃত্ত ও দরিদ্রদের মধ্যে চাল, ডাল,তৈল, সাবান বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রয়েছে।