শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১০:০৭ পূর্বাহ্ন
রিয়াজুল ইসলামঃ
ঊষার আলো সমাজ কল্যাণ যুব সংঘ, খাসমৌজা, গোয়াইনঘাট,সিলেটের উদ্যোগে বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের প্রকোপে গৃহবন্ধি অসহায়, দিনমজুর, গরীব পরিবারের মধ্যে চাল,ডাল,আলু, পিয়াজ, লবণ,তেল,সাবান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী গতকাল ২২/০৪/২০২০ তারিখ রোজ বুধবার রাতের আঁধারে বাড়ি বাড়ি পৌছে দেন।
সংঘের সভাপতি সাইদুর রহমান করোনাভাইরাস পরিস্থতি সম্পর্কে এলাকার অবস্থান জানার ইচ্ছা পোষন করলে পরে তাহার জরিপে সংঘের সহ-সভাপতি জনাব তানজিম আহমেদ বলেন ২১/০৪/২০ দিবাগত রাতে আমরা আমাদের এলাকা জরিপ করে দেখলাম অনেক অসহায় পরিবার না খেয়ে বা অতিব কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করছেন।সংঘের সাধারণ সম্পাদক মারুফ আহমদ বলেন দেশের ক্লান্তি লগ্নে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্যই আমাদের মত সংঘটনকে এগিয়ে আসা প্রয়োজন।
তাই তাৎক্ষনিক জরুরী সভার মাধ্যমে সংঘের সভাপতি জনাব সাইদুর রহমান, সহ-সভাপতি তানজিম আহমদ, সাধারণ সম্পাদক মারুফ আহমদ,কোষাধ্যক্ষ আব্দুর রহমান,সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ,প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া সহ সংঘঠনের সকল সদস্যবৃন্দ
সাধারণ সম্পাদক, মারুফ আহমেদ
অর্থ সম্পাদক, আব্দুর রহমান
সাংগঠনিক সম্পাদক, রাসেল আহমদ
প্রচার সম্পাদক, গোলাম কিবরিয়া,সম্মানিত সদস্য সাদিকুর রহমান, আং রহিম,আলী আহমদ,সাদিকুর রহমান-২ সহ সংঘঠনের সকল সদস্যবৃন্দ মিলে এই মহৎ উদ্যোগ গ্রহন করে তাহা পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে পরদিন ২২/০৪/২০২০ ইং তারিখ দিবাগত রাতে অসহায় পরিবারদের মধ্যে খাদ্য-ত্রান সামগ্রী পৌছে দিয়ে তাদের উদ্যোগ বাস্তবায়ন করেন।বিতরণ সম্পন্ন কালে সংঘের উপদেষ্টা, পরিচালনা কমিটি,সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ বারহাল,গোয়াইনঘাট’র প্রিন্সিপাল জনাব নুর উদ্দীন স্যার বলেন- ঊষার আলো সমাজ কল্যাণ যুব সংঘের এমন মহতি কাজে আমি গর্ভিত, কেননা তারা হিন্দু মুসলিম ভেদাভেদ না করে সঠিক ভাবে বন্টন করেছেন।
ফেরদৌস চিক্স এন্ড ফিড সেন্টার বারহাল বাজার গোয়াইনঘাট সিলেটের প্রোপ্রাইটর জনাব কবির আহমদ বলেন- ঊষার আলো সমাজ কল্যাণ যুব সংঘ পরিবারের সকল আমার স্নেহের ছোট ভাই বা ভাতিজা।তারা এত মহান উদ্যোগ নিয়ে এত সুন্দর ভাবে বাস্তবায়ন করেছে তা আসলেই বিশ্ময়কর।কেননা তারা দল মত,ধমীয় সহ সব কিছুর উর্ধে তারা সঠিক বন্টন করেছেন।
গোয়াইনঘাট উপজেলা সাব-রেজিষ্টার কার্যালয়ের নকলনবিস জনাব মোহাম্মাদ আলী বলেন- ঊষার আলো সমাজ কল্যাণ যুব সংঘের এমন মহতি কাজ আমাদের বিবেকবোধ কে নাড়া দেয় তারা বেশির ভাগ এখানে ছাত্র, অথচ সমাজের সকল কে এরকম এগিয়ে আসা প্রয়োজন।আমি তাদের কে মন ভরে আশির্বাদ করি তারা সমাজের জন্য আরো এগিয়ে যাক।
তাছাড়া উপস্থিত ছিলেন আল-ইহসান সমাজ কল্যাণ যুব সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব আব্দুল কাদির সাহেব,তিনি বলেন সমাজকে পরিবর্তনের জন্য আমাদের মত সংঘঠনকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।এবং সরকারের পাশাপাশি সামাজিক সংঘঠন, জন-প্রতিনিধি, বিত্তবান সহ সবাইকে সামর্থনুযায়ী এগিয়ে আসার আহবান করছি।
এছাড়াও উপস্থিত এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ঊষার আলো সমাজ কল্যাণ যুব সংঘের সকল কে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা জ্ঞাপন সহ সমাজের পাশে থেকে সমাজের সহযোগীতা ও উন্নয়নমূলক কাজের পরামর্শ, আহবান করত এবং ভূয়সী প্রশংসা করেন।