শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:১১ অপরাহ্ন
এম,এ,মতিন
কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় করোনা ভাইরাসের প্রদূর্ভাবে গৃহবন্দী অসহায় পরিবারের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাড়িয়েছে গোয়াইনঘাট উপজেলা বিএনপি। গোয়াইনঘাটের বিভিন্ন ইউনিয়নে খাদ্য সহায়তার ধারাবাহিকতায় বুধবার উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের গৃহবন্দী পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রুস্তমপুর ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ কালে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন,করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারীর থেকেই আতঙ্ক বাড়ছে সারা পৃথিবীতেই। মানুষ থেকে মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে এ মরণব্যাধি। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারীর থেকেই মানুষ জনের মধ্যে আতঙ্ক বাড়ছে। মানুষ থেকে মানুষের ছড়িয়ে পড়ছে এ ভাইরাস। অনেক ক্ষেত্রে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন ওই ভাইরাসে। আজ ২২ এপ্রিল (বুধবার) সিলেটের গোয়াইনঘাট উপজেলা বিএনপির সার্বিক তত্বাবধানে ও রুস্তমপুর ইউনিয়ন বিএনপির নিজস্ব তহবিল থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গৃহবন্দী
৭০০টি অসহায় পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি র আহবায়ক লুৎফুর রহমান, সদস্য জসিম উদদীন, জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপির আহবায়ক ওসমাব গনি, সদস্য মনির উদ্দিন, এম এ হক, আং শহীদ, ইউনিয়ন চেয়ারম্যান শাহাবুদ্দীন শিহাব, ইউনুস আলী,আং নুর সরকার, মজম্মিল আলী,আং ছালাম,জালাল মেম্বার, হাজী বিলাল; ছাত্র দল নেতা দেলোয়ার হোসেন, আং মান্নান, আং কাদির সুমন,আলীম উদ্দিন দুর্জয়, মাহবুব সাজু, রেজোয়ান আহমেদ রাজু,নাসির উদ্দিন, জাহাঙ্গীর,ফারুক আহমেদ, আবু বক্কর সিদ্দিকী, সদরুল ইসলাম, শিব্বির আহমেদ, আকরাম, আং মালিক, আনোয়ার, আহসান,শফিক,তাজ উদ্দিন,মৌরস,ছালাম প্রমুখ