আজ ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিবের নির্দেশনায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তির বাড়ি ও গ্রামকে পুরোপুরি লকডাউন করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার।
এছাড়াও গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়ের নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিদি দল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহান উদ্দিনের নেতৃত্বে অভিজ্ঞ ডাক্তার গনের একটি প্রতিনিদি দল ওই রোগীর বাড়িতে সরেজমিনে উপস্থিত হয়ে তাকে সিলেটস্থ শহীদ সামিউদ্দিন হাসপাতালে প্রেরন করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব বলেন, রাজধানী ঢাকা থেকে ফেরত এক ব্যাক্তি গোয়াইনঘাটে ১ম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
উপজেলা প্রশাসন,পুলিশ বিভাগ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে ও সহযোগিতায় তার বাড়ি ও গ্রামকে লকডাউন করে চিকিৎসার জন্য সিলটস্থ শহীদ সামিউদ্দিন হাসপাতালে প্রেরন করা হয়েছে।