শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৪৭ পূর্বাহ্ন
রিয়াজুল ইসলাম,গোয়াইনঘাট–
সারাদেশের ন্যায় সিলেটের সীমান্ত জনপদ গোয়াইনঘাট উপজেলায় ও করোনা আতংকে গৃহবন্দী হয়ে পড়েছে মানুষ। করোনা সংকটের জেরে কর্মহীন হয়ে পড়া কোয়ারীবান্ধব শ্রমজীবী মানুষরা ত্রাণের জন্য প্রতিনিয়ত করছে হাহাকার। সরকার কর্তৃক বরাদ্ধাকৃত ত্রাণ একদম সীমিত। যে এলাকায় হাজার হাজার লোক গৃহবন্দী এবং খাবার সংকটে দিনাতিপাত করছে, সেখানে সরকার কর্তৃক যে ত্রাণ আসছে তাতে কোন ভাবেই পুষিয়ে উটতে পারছেননা জনপ্রতিনিধিরা। এই অবস্থায় চরম বিপাকে পড়ছেন ত্রাণদাতা ও গৃহীতারা।
স্থানীয় জনপ্রতিনিধিরা ধরনা দিচ্ছেন উর্ধ্বমহলে, তাতেও তেমন লাভ হচ্ছে বলে মনে হচ্ছেনা।
আব্দুল মালিক নামের এক দিনমজুর প্রতিবেদককে জানান, প্রধানমন্ত্রী গণভবনে বসে শুধু ব্রিফিং করেন আপনারা সবাই ঘরে থাকুন, আপনাদের ঘরে খাবার আমরা পৌছাবো, কিন্তুু তিনি হয়তো জানেনই না গ্রামের মানুষদের দুঃখ দুর্দশার খবর। ভাই আমরা আছি চরম বিপদে। তিনি পর্যাপ্ত ত্রাণ বরাদ্ধের দাবী জানান।
কথা হয় উপজেলার আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবুল খয়ের এর সাথে, তিনি জানান, অসহায় লোকজনের চেয়ে ত্রাণ অনেক সীমিত, তবে আমরা ধারাবাহিক ভাবে বিতরণ করছি, এবং আরো ত্রাণ বরাদ্ধের জন্য উর্ধ্বমহলে অবগত করেছি। ইনশাআল্লাহ আমরা সকলের কাছে ত্রাণ পৌঁছাতে সক্ষম হবে। তিনি জনসাধারণকে হতাশ না হয়ে এবং অযথা ঘুরাফেরা না করে সবাইকে ঘরে থাকারও অনুরুধ করেন।