শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৩৮ পূর্বাহ্ন
বুধবার এএসপি ফরিদ উদ্দিনের প্রেরিত ত্রানসামগ্রী বিতরণকারী প্রতিনিধি দল সিলেটের সীমান্তবর্তী জনপদ গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাওঁ ইউনিয়নে গৃহবন্দী জেলে, বেদে সম্প্রদায়সহ দেড় শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদানকালে সিলেটের পুলিশ সুপারের পক্ষে সংবাদকর্মীদের মাধ্যমে দেশবাসীকে এ আহবান জানান সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দিলীপ কান্ত নাথ।
এসপি ফরিদ উদ্দিনের পক্ষে ত্রান সামগ্রী বিতরণ কারী প্রতিনিধি দলের অন্যতম সদস্য ও সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দিলীপ কান্ত নাথ বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে পুরো দেশ আজ লকডাউন। সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে। দোকানপাট, রাস্তাঘাট সব কিছুই আজ বন্ধ। নেই কাজের কোন উৎস। করোনা আতংকে কার্যতই মানুষ আজ গৃহবন্দী হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে রুজি রোজগার করতে না পেরে খেটে খাওয়া দিনমজুর পরিবারে খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে। তাই করোনায় সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে দূর্দশাগ্রস্থ পরিবারের জন্যে সরকারী খাদ্য সহায়তার পাশাপাশি খাদ্য দ্রব্য, নগদ অর্থ সহ জরুরী ত্রাণসামগ্রী নিয়ে সমাজের বিত্তবানরা দ্রুত এগিয়ে আসতে হবে। করোনা ভাইরাসের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ব্যক্তিগত বা সম্মিলিত উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের সাহায্যে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি, সামাজিক ও সেবামূলক সংগঠন গুলো প্রয়োজনীয় ও সময়োপযোগ জপদক্ষেপ গ্রহন করতে হবে।
চিকিৎসক বৃন্দের উদ্দেশ্যে বলেন, করোনায় আক্রান্ত রোগীদের সেবা দিতে আতংকিত হওয়ার কিছুই নেই। বর্তমানে করোনার ভয়ে অনেক জায়গায় সাধারণ রোগীদেরকেও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। হসপিটালে ভর্তি করা হচ্ছে না। যার কারণে রোগীরা অসহায় হয়ে কষ্ট ভোগ করছে।
তিনি রোগীদেরকে যথাযথ ভাবে চিকিৎসা সেবা প্রদানের জন্যে চিকিৎসক সমাজের প্রতি অনুরোধ জানান।