শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১০:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের গোয়াইনঘাট র ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ র সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন র উদ্দোগে করোনা ভাইরাসের কারনে ঘরবন্দি হয়ে পড়া হতদরিদ্র ও দিনমজুর পরিবারের কাছে পৌছে দেয়া হচ্ছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
গতকাল ২৮শে মার্চ সকাল থেকে ধারাবাহিকভাবে ডৌবাড়ী ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন চলছে। খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মিসবাহ উদ্দিন।
প্রানঘাতি করোনা ভাইরাসে সবাই যখন হোম কোয়ারেন্টিনে। চলমান পরিস্থিতিতে অসহায় দিনমজুরদের পাশে নেউ কেউ। নিম্ন আয়ের লোকজনের ঘরে নেই খাবার। কাজ-কর্ম না থাকায় শ্রমজীবী মানুষ এখন দিশেহারা। কোন দলের কোন নেতাকে দেখা যায়নি সহায়তা নিয়ে শ্রমজীবী প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে।
কিন্তু সবার মত নিরব থাকতে পারেননি ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ র সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন। ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের কাছে গিয়ে খোজ খবর নিচ্ছেন এবং নিজস্ব তহবিল হতে শাদ্যনুযায়ী মানুষকে সহযোগীতা করছেন।
মিসবাহ উদ্দিন বলেন, এই মুহূর্তে জাতীয় ক্রান্তিলগ্নে কঠিন সময় যাচ্ছে সর্বশ্রেণির মানুষের। বিশেষ করে দেশের দিনমজুর ও খেটে খাওয়া পরিবার সমূহের। এমতাবস্থায়, তাদের যেন বাইরে বের হতে না হয় এবং খাদ্যাভাব দেখা না দেয় তাই আমার এই উদ্যোগ। আমরা যারা সচ্ছল রয়েছি, সবাই পাশে দাঁড়াই এই অসহায় মানুষের। দেশের এই দুর্যোগ মুহূর্তে কষ্ট ভাগাভাগি করে নেই। সবাই সচেতন ও সতর্কতা অবলম্বন করি এই মহামারিতে। আমাদের সচেতনতা, ইনশাআল্লাহ রুখে দিবে এই দুর্যোগ।