শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের বিভিন্ন নির্দেশনা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি গোলাপ মিয়ার ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের নগদ অর্থ জনসাধারণের মধ্যে ও মাস্ক বিতরণ করা হয়েছে।
গোলাপ মিয়া বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আমাদেরকে সচেতন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। তিনি আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দোগে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছেছে। আমাদের সকলের ঐক্যবদ্ধ সচেতনতায় এই সংক্রমণ প্রতিরোধ সম্ভব হবে।
আজ ২৯শে মার্চ দিনব্যাপী উপজেলার ফতেহপুর ইউনিয়ন ও ডৌবাড়ী ইউনিয়নের বিভিন্ন বাজারে নিজ হাতে এসব বিতরণ করেন। এসময় উপস্তিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মাস্টার মোঃ ইসমাইল আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জনাব মোঃ শাহাব উদ্দিন, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ শহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক জনাব মোঃ মিছবা উদ্দিন মিছবাহ, আরও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা যুবলীগ নেতা ইমরান আহমদ, আবু তায়েফ, সাহাদ উদ্দিন, মাহবুব আহমদ,আসাদ হোসেন শাকিল প্রমুখ।