শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৪৫ পূর্বাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি-
করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে ক্রেতা বিক্রেতাদের দুরত্ব সৃস্টি করা জন্য চক তৈরী করলেন জৈন্তাপুরে মডেল থানার ওসি শ্যামল বণিক।
তিনি গত ২৮ মার্চ শনিবার সকালে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন, মাস্ক ও সেনেটেশন সামগ্রী বিতরণ শেষে দরবস্ত বাজারে ঔষদের দোকানে ক্রেতাদের জন্য দুরত্ব চক অঙ্কন করেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক দরবস্ত বাজারের ফার্মেসী ও মুদি দোকানদার দের নিরাপদ দুরত্ব থেকে ক্রেতাদের কাছে মালপত্র বিক্রির জন্য দুরত্বের চক তৈরী করে দিয়ে করোনা ভাইরাসের প্রতিরোধের জন্য গণ সচেতনতা করেন।
ওসি’র নির্দেশে দরবস্ত বাজারে দুরত্ব চক অঙ্কন করেন এসঅাই রাসেল।
এব্যপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন, জনগন সচেতন হলেই আমরা অনেকটা নিরাপদ হতে পারি।