শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৭:১৭ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি::
করোনাভাইরাস প্রতিরোধে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যার পরে দোকান ও মার্কেট বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন কানাইঘাট উপজেলা প্রশাসন। তবে উপজেলার প্রত্যেকটি হাট-বাজার ও পাড়া মহল্লার ঔষধের দোকান ও খাবারের খোলা রাখা যাবে বলে এ নির্দেশনায় জানানো হয়েছে।
কিন্তু খাবারের দোকানে কেউ খেতে পারবেন না, খাবার কিনে বাড়িতে নিয়ে খাবেন। হোটেল- রেস্তোরাসহ কোনো দোকানে টেলিভিশন চালিয়ে ক্রেতা জড়ো করা যাবে না। সর্বদা ভিড় ও জনসমাবেশ পরিহার করতে হবে। টাকা এবং অন্যান্য কাগজ ও প্লাস্টিক ব্যাগ ধরার পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতেও পরামর্শ দেয়া হয়েছে এ নির্দেশনায়।
গত রোববার রাতে এ নির্দেশনা দেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান। এ নিয়ম না মানলে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।