বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১০:১৭ পূর্বাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের প্রথম দিন (১৭ মার্চ) মঙ্গলবার সিলেট জেলা যুবলীগ নানা কর্মসূচী গ্রহণ করেছে।
ওই দিন সকাল ১০ টায় শহীদ মিনারে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বাদ যোহর কোর্ট মসজিদে মিলাদ মাহফিল শেষে সারদা হলের সামনে কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।
এছাড়াও মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োাজন করা হয়েছে। এসব কর্মসূচিতে জেলা যুবলীগের সকল স্তরের নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ।