শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৩০ পূর্বাহ্ন
রিয়াজুল ইসলামঃ
প্রায় ২ কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তার বিভিন্ন স্থান ভাঙাচোরা, বৃষ্টি হলেই ভাঙা অংশ কাদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়েন স্কুল কলেজ ও মাদরাসা পড়ুয়া ছাত্র/ছাত্রীসহ গ্রামের মানুষ। দুর্ভোগ দূর করার জন্য গ্রামবাসী উপজেলা ভাইস চেয়ারম্যানের কাছে বলেছিলেন। ভাইস চেয়ারম্যান ও আশ্বস্ত করেছিলেন রাস্তাটি সংস্কার করে দিবেন। কিন্তু হঠাৎ করে সেই রাস্তা সংস্কারের প্রজেক্টটি কোন এক অজানা কারণে গায়েব হয়ে যায়। অবশেষে বৃষ্টির আগে গ্রামবাসী নিজেদের সমস্যা সমাধানে নিজেরাই এগিয়ে এলেন। নেমে পড়লেন রাস্তা সংস্কারের কাজে।
এই গ্রাম্য রাস্তাটি দিয়েই প্রতিদিন যাতায়াত করেন শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ। রাস্তার অবস্থা খারাপ থাকায় শনিবার থেকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের পাঁচাপাড়া (তুড়গ্রাম) এর সর্বস্তরের মানুষ স্বেচ্ছাশ্রমে তাদের গ্রামের রাস্তা সংস্কারকাজ শুরু করেন।
শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, পচন্ড গরম উপেক্ষা করে গ্রামের নানা বয়সের মানুষ টুকরি ও কোদাল নিয়ে পাশের জমি থেকে মাটি কেটে রাস্তায় ফেলছেন।
রাস্তা সংস্কারকাজে ব্যস্ত নজরুল ইসলাম বলেন, রাস্তার অনেক স্থান ভেঙে ধানি জমির সঙ্গে মিশে গেছে। তাই আমরা নিজেরাই কাজ করে রাস্তাটি কোনমতে চলার উপযোগী করে তুলছি। আমি বিশেষ করে উপজেলা চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের দৃষ্টিআকর্ষন করছি।