শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৭:০২ পূর্বাহ্ন
পর্যটনসমৃদ্ধ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং, রাতারগুল, বিছনাকান্দি’র পর এবার পযর্টকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠেছে সূর্যমুখী ফুলের বাগান। বাগানে এসে অনেকেই নিজে, বন্ধু-বান্ধবসহ ছবি তুলে ফেসবুকে পোস্ট দেয়ার ফলে বাগানের ছবি এখন ফেসবুকে ভাইরাল। এসব পোস্ট দেখে সৌন্দর্যপ্রেমীদের মাঝে বাগানটি দেখতে আগ্রহীদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। একজন অন্যজনের কাছ থেকে খবর নিয়ে অনেকেই আসছেন সূর্যমুখীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে।
এই সৌন্দর্য উপভোগ করতে হলে যেতে হবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের (সারীঘাট থেকে প্রায় ৩ কিঃমিঃ পশ্চিম) খলা গ্রামে। আর এই দৃশ্য থাকবে আর মাত্র কয়েকদিন।
জানা যায়, গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এর প্রণোদনায় বাণিজ্যিক উদ্দেশ্যে সূর্যমুখীর আবাদ করেন স্থানীয় কৃষক কামরান। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সুর্যমুখী ফুলের চাষ করেন। সকালে সূর্যের দিকে মুখ করে ফুটে থাকা এসব ফুলের সমারোহ বিকেলে সূর্যাস্ত পর্যন্ত সৌন্দর্যপ্রেমীদের কাছে টানছে। বাগানে এসে কেউ ছবি তুলছেন, কেউ সেলফি তুলছেন, আবার অনেকেই ঘুরে বেড়াচ্ছেন। সারা দিনই নারী-পুরুষ ও তরুণ-তরুণীদের ভিড় থাকে।
স্থানীয় সমাজকর্মী সাংবাদিক মনজুর আহমেদ ও জৈন্তাপুর তৈয়ব আলী কলেজের শিক্ষক ইঞ্জিনিয়ার মনির আহমেদ জানান, হাজারো ফুলের সমারোহে মুগ্ধ আমরা। ফুলের সৌন্দর্যে কিছু সময় আনন্দে থাকা যায়। সূর্যমুখী বাগানটি আসলে অন্য রকম, যা কোথাও আমরা পাইনি।
বাগানে বেড়াতে আসা গোয়াইনঘাট কলেজের শিক্ষার্থী আহমেদ নাঈম সহ অনেকেই জানান, সূর্যমুখীর এই বাগানটি খুবই সুন্দর। যাত্রাপথে এ ফুলের সৌন্দর্য আমাদের কাছে টেনে নিয়েছে। স্মৃতি ধরে রাখতে সূর্যমুখীর কাছে গিয়ে কিছু ছবি তুলেছি। ভাল লেগেছে আমাদের।
বাগানের মালিক কামরান জানান, আর মাত্র কয়েকদিনের মধ্যে ফুলগুলো বীজ সংগ্রহের উপযোগী হয়ে উঠবে। তখন সূর্যমুখী গাছ কেটে বীজ সংগ্রহ করা হবে। হঠাৎ করে গজিয়ে ওঠা এই সোনালির শোভা কয়দিন পর আর থাকবে না। আগের মতোই সাদামাটা একখণ্ড জমিতে পরিণত হয়ে যাবে।
তিনি আরও জানান, বেড়াতে আসা লোকজন বাগানের ভেতরে ঢুকে ছবি তুলতে গিয়ে গাছগুলো মাড়িয়ে নষ্ট করে দিচ্ছে। অনেকে আবার ফুল ছিড়ে নেয়। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, আমি আগত দর্শনার্থীদের অনুরুধ করবো তারা যেনো ফুল না ছিড়ে।
গোয়াইনঘাট উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয়নুর রশিদ জানান, আমরা সবসময় কৃষকদের পাশে আছি, তাদেরকে নানা রকম পরামর্শ, বীজ সারসহ নানা উপাদান দিয়ে সহযোগিতা করি। আর কামরানের মত কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করতে সার্বক্ষণিক প্রস্তুুত উপজেলা কৃষি বিভাগ।