সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব বলেন, গুজব ছড়িয়ে যারা সমাজ,দেশ ও জাতির ক্ষতি সাধনের চেষ্টা চালায় তারা সমাজ দেশ ও জাতির শত্রু। ইতিমধ্যে বিভিন্ন ধরনের গুজব প্রতিরোধে উপজেলা প্রশাসন জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মী ও সচেতন মহলের সহযোগিতায় কাজ করে সফলকাম হয়েছি। এরই ধারাবাহিকতায় করনা ভাইরাস প্রসংঙ্গেও কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে তাকে কঠোর হস্তে প্রতিহত করা হবে। তিনি করনা ভাইরাসের লক্ষ্মণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি জানান, ৪৩ বছর বয়স উর্ধের পুরুষ, মহিলা ছোট শিশুদের করনা ভাইরাস আক্রমন করতে পারে। তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে ৩০০শয্যাবিশিষ্ট জেলা পর্যায়ে ১০০শয্যাবিশিষ্ট এবং উপজেলা পর্যায়ে ২৫ শয্যা হাসপাতাল করনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখার দিয়েছেন সরকার। বর্তমানে সারা বিশ্বে ১ লাখ ১০ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। করোনা ভাইরাস পরীক্ষার জন্য গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে একটি মেডিকেল টীম তামাবিল স্থলবন্দরে অস্থায়ী ভাবে বসানো হয়েছে।
গত ২৮ জানুয়ারি থেকে এ পর্যন্ত তামাবিল স্থলবন্দরে ২৬০৪৫ জন মানুষকে করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাসে শিকার রোগীদের চিকিৎসার জন্য প্রতিরোধমুলক পোশাক পরিচ্ছদে এখনো পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়নি। প্রবাসীদের সম্প্রতি সময়ে দেশে ফিরতে অনুৎসাহী করতে হবে।সোমবার সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিবের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস,পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু;ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ, শাহাব উদ্দিন শিহাব,আমিনুর রহমান চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মো.খালেদুর রহমান চৌধুরী, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধার মো.আব্দুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু কাওসার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়া, গোয়াইনঘাট সরকারি মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উল্লাহ,
গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো.মিনহাজ উদ্দিন, পল্লীবিদ্যুৎতের প্রকৌশলী সিদ্দিকুর রহমান।