শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৫:৫৯ পূর্বাহ্ন
নগরীর টিলাগড় এলাকায় অভ্যন্তরীন কোন্দলে খুন হয়েছেন এক ছাত্রলীগ কর্মী। নিহত অভিষেক দে দ্বীপ (২১) শিবগঞ্জের সাদিপুর ২ নম্বর বাসার দ্বীপক দের ছেলে। নিজের সহকর্মী ছাত্রলীগ নেতাকর্মীদের হাতেই খুন হলেন দ্বীপ। নিহত দ্বীপ শিবগঞ্জের গ্রিনহিল স্টেট কলেজের ছাত্র। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় গোপালটিলা এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতের পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দ্বীপ জেলা আওয়ামী লীগ নেতা রণজিত সরকারের অনুসারী। তিনি জেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সহ-সম্পাদকের দায়িত্বে ছিলেন। এ হত্যা ঘটনায় গতরাতেই ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সৈকত রায় নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্র জানিয়েছে, সরস্বতি পুজার চাঁদা নিয়ে ঝামেলা ও জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার রাতে টিলাগড়ে গোপালটিলা এলাকায় এমসি কলেজের পেছনের গেইটে ছাত্রলীগ নেতাকর্মীদের দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন অভিষেক দে দ্বীপ এবং শুভ নামে দুই ছাত্রলীগ কর্মী। অভিষেক দ্বীপকে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
একটি সূত্র জানিয়েছে, ছাত্রলীগ কর্মী সৈকত রায়, সৌরভ দাস ও পূজন দেবের নেতৃত্বে ছাত্রলীগ দ্বীপ ও অন্যদের উপর হামলা চালানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণের ডিসি সোহেল রেজা বলেন, খবর শুনে শাহপরাণ থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। পুলিশ সদস্যরা ওসমানী মেডিকেলে গেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এর আগেও টিলাগড়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে একাধিক ছাত্রলীগ কর্মীর প্রাণহানির ঘটনা ঘটেছে।