মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১১:১৯ পূর্বাহ্ন
কে,এ,রাহাত,গোয়াইনঘাট::
আর্তমানবতার সেবায় নিয়োজিত সিলেটের সামাজিক সংগঠন অরফান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্দোগে মাও.দেলওয়ার হোসেনের সহযোগীতায় সিলেটের গোয়াইনঘাট ডৌবাড়ী ইউনিয়নের ১০০জন অসহায় দুস্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
২২শে জানুয়ারি বুধবার দুপুর ১২টায় হাকুর বাজার সংলগ্ন মাও.দেলওয়ার হোসেন এর বাড়ীতে অানুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন মাও.দেলওয়ার হোসেন।
প্রধান অতিথি ছিলেন, গোয়াইনঘাটে উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মাও.গোলাম আম্বিয়া কয়েছ, প্রধান মেহমান ছিলেন অরফান ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আসগর আলী, সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন লাকি মিয়া। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মমজলিস গোয়াইনঘাট শাখার সেক্রেটারি মাঃ আখলাকুল আম্বিয়া, হাফিজ মাহদি হাসান মিনহাজ, মাও. আবুল হাসনাত,মাও.মঈনুল ইসলাম, মাও.ইলিয়াস আহমদ, মুৃৃফতি মাসুক আহমদ, মাও.হাসান আহমদ, সমাজসেবক হারুনুর রশিদ,মাও.মুজিবুর রহমান,প্রমুখ।